Home > খেলাধুলা > পাপনের কাছে সাবেরের প্রশ্ন, ষড়যন্ত্রকারী কে?

পাপনের কাছে সাবেরের প্রশ্ন, ষড়যন্ত্রকারী কে?

ক্রিকেটার আন্দোলন প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। গণমাধ্যমকে তিনি বলেছেন, ক্রিকেটারদের এই আন্দোলনে পেছনে ষড়যন্ত্র রয়েছে। ষড়যন্ত্রকারী কে বা কারা, সেটি না বললেও তিনি জানিয়েছেন, এই রহস্য সহসাই খোলাসা হবে।

পাপনের এই বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে, ক্রিকেটের স্বার্থে যত দ্রুত সম্ভব তাদের সামনে আনা উচিত।

এ অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত উল্লেখ করে গণমাধ্যমকে সাবের হোসেন চৌধুরী বলেন, বিষয়টা হালকাভাবে নেওয়ার উপায় নেই। ষড়যন্ত্র যদি সত্যিই হয়ে থাকে, ওনার (বিসিবি সভাপতি নাজমুল হাসান) উচিত দ্রুত তা প্রকাশ করা এবং আইনগত ব্যবস্থা নেওয়া। খেলোয়াড়েরা যদি দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করে থাকেন, প্রয়োজনে তাঁদের শাস্তি দিতে হবে। সভাপতিই বলছেন, এই ষড়যন্ত্রে ক্রিকেটাররাও জড়িত। এ রকম একটা অভিযোগ তুলে দিয়ে বসে থাকলে হবে না।