বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মাঝে চলমান দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুললেন বীরেন্দ্র শেবাগ। নভিন উল হকের মত বিদেশি ক্রিকেটার দ্বন্দে জড়িয়ে যাওয়ায় দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। চলতি আইপিএলের একাধিক ম্যাচে কোহলি-গম্ভীরও জড়িয়েছেন বিবাদে। তবে দেশের বর্তমান এবং সাবেক দুই সুপারস্টারের মধ্যে এই দ্বন্দ্ব কোনোভাবেই মানতে পারছেন না শেবাগ।
ভারতের সাবেক এই বিধ্বংসী ওপেনার ‘ক্রিকবাজ’-এ আলোচনায় বলেছেন, ‘ম্যাচ শেষে আমি টিভি বন্ধ করে ফেলেছিলাম। কোনো ধারণাই ছিল না ম্যাচ শেষে কী হয়েছিল। পরদিন সকালে উঠে দেখি সামাজিক মাধ্যমে তুমুল হইচই চলছে এটা নিয়ে। যা হয়েছে, মোটেও ঠিক হয়নি। হেরে যাওয়ার পর তা মেনে নিয়ে চলে যাওয়া উচিত, জয়ী দল তো উদযাপন করবেই। তাদের কেন এমন কিছু করতে হবে এবং পরস্পরের দিকে কিছু বলতে হবে?’
শেবাগ আরও বলেন, ‘আমি সবসময়ই একটা কথা বলি, এই মানুষগুলো আমাদের দেশের আইকন। তারা কিছু বললে বা করলে, লাখ লাখ বাচ্চা তা অনুসরণ করে। তারা মনে করেন, “আমাদের আইকনরা এটা করেছে মানে আমিও করতে পারি।” এই ব্যাপারগুলি তাই মাথায় রাখা উচিত, এই ধরনের আচরণ বন্ধ করা উচিত। বিসিসিআই যদি কাউকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে হয়তো এই ধরনের ঘটনা প্রায় ঘটবেই না বা একেবারে বন্ধ হয়ে যাবে। আগেও এরকম ঘটনা হয়েছে। মাঠে এসব ভালো দেখায় না।’