Home > খেলাধুলা > আইপিএল নিলাম : মুশফিকের ভাগ্যে যা ঘটলো, সবচেয়ে বেশি দাম কামিন্সের

আইপিএল নিলাম : মুশফিকের ভাগ্যে যা ঘটলো, সবচেয়ে বেশি দাম কামিন্সের

শেষ হয়েছে আইপিএলের ২০২০ সালের নিলামে প্রথম দফা। এতে অবিক্রিত থেকে গেছেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য ছিল মুশির, তবে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনও দল।

২০২০ সালের আইপিএলের জন্য নিলাম হচ্ছে কলকাতায়, মোট ৩৩৮ জন ক্রিকেটারের নাম আছে এখানে। মোট ৭৩ জন ক্রিকেটারের জায়গা হবে এ নিলামের পর, এর মাঝে বিদেশী ক্রিকেটার ২৯ জন।

নিলামে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দাম উঠেছে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের, ১৫.৫ কোটি রুপি (১৮.৫ কোটি টাকা) তে তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে গ্লেন ম্যাক্সওয়েলকে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। পাঁচ কোটি ২৫ লাখ রুপিতে ম’র্গানকেও দলে নিয়েছে কলকাতা।