Home > খেলাধুলা > আইপিএল নিলামে চড়া মূল্যে দল পেলেন যেসব বিদেশি তারকারা

আইপিএল নিলামে চড়া মূল্যে দল পেলেন যেসব বিদেশি তারকারা

কাউন্টডাউন শেষ। আর কয়েক মুহূর্তের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএলের নিলাম। কলকাতায় এই প্রথম বার হচ্ছে নিলাম। ফলে, আগ্রহ বাড়ছে। কোথায় দুর্বলতা, কোথায় শক্তি, তা বিচার করে সেই মতো স্কোয়াড গুছিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ।

ফলে, নিলামের আগে প্রত্যেক ফ্যাঞ্চাইজির তরফেই থাকে প্রচুর হোমওয়ার্ক। থাকে অনেক অঙ্ক। কিন্তু তার পুরোটাই যে নিলামে বাস্তবায়িত হবে তার নিশ্চয়তা থাকে না। এ বারের নিলামেও তাই হতে যাচ্ছে। হাতে টাকা থাকলেই যে কোনও ক্রিকেটারকে পাওয়ার নিশ্চিয়তা থাকে না, অজানা নয় কোনও ফ্র্যাঞ্চাইজিরই।

তবু যে ফ্র্যাঞ্চাইজি বেশি টাকা নিয়ে নিলামে বসবে, তাদের কা’ঙ্খিত ক্রিকেটারকে পাওয়ার সম্ভাবনা বেশি। আর সেদিক দিয়ে এগিয়ে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ৪২.৯০ কোটি টাকা রয়েছে তাদের পকে’টে। নিতে পারবে নয়জনকে। তার মধ্যে বিদেশি চারজন।

কলকাতা নাইট রাইডার্সের হাতেও রয়েছে ভাল টাকা। ৩৫.৬৫ কোটি টাকায় ১১জনকে নিতে পারবে তারা। এর মধ্যে বিদেশির সংখ্যা চার। নিলামে সবচেয়ে কম টাকা নিয়ে বসছে চেন্নাই সুপার কিংস (১৪.৬০ কোটি টাকা)। তারা নিতে পারবে পাঁচজনকে।

ইতিমধ্য অজি পেসার প্যাট কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকায় কিনল কেকেআর৷ অজি এই পেসার আগেও নাইটদের হয়ে খেলেছেন। প্রত্যাশামতই অবিক্রিত থেকে গেলেন ইউসুফ পাঠান৷ ইংল্যান্ড অল-রাউন্ডার ক্রিস ওকসকে ১.৫ কোটি দিয়ে কিনল দিল্লি ক্যাপিালস৷

দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভন পাঞ্জাবের লড়াইয়ে ম্যাক্সওয়েলের জন্য দর উঠল ১০ কোটির বেশি৷ শেষ পর্যন্ত ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় ম্যাক্সওয়েলকে কিনল প্রীতি জিন্টার দল৷ অজি ব্যাটসম্যানের নূন্যতম দর ছিল ২ কোটি৷ কিন্তু দিল্লি ও পঞ্জাবের দর কষাকষিতে দাম উঠল ১০ কোটির বেশি৷

অ্যারোন ফিঞ্চকে ৪ কোটি ৪০ লক্ষ টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ ফলে বিরাট কোহলির সঙ্গে ইনিংস শুরু করতে দেখা যেতে পারে অজি ওপেনারকে৷ ১.৫ কোটি টাকা জেসন রয়কে কিনল দিল্লি ক্যাপিটালস৷

বিক্রি হলেন না ভারতীয় টেস্ট দলের দুই ক্রিকেটার হনুমা বিহারী ও চেতেশ্বর পূজারা৷ নাইটদের প্রাক্তন ব্যাটসম্যান রবিন উথাপ্পাকে কিনল রাজস্থান রয়্যালস৷ উথাপ্পাকে দাম উঠল ৩ কোটি৷

নিলামে প্রথম কেকেআর কিনল ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন ম’র্গ্যানকে৷ ৫ কোটি ২৫ লক্ষ টাকায় কিনল নাইট রাইডার্স৷ কেকেআর-এর সঙ্গে দর হাঁকানোর লড়াইয়ে ছিল দিল্লি ক্যাপিটালস৷

২০২০ আইপিএল নিলামে প্রথম বিক্রিত প্লেয়ার হলেন ক্রিস লিন৷ নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটারকে ২ কোটি দিয়ে কিনল মুম্বই ইন্ডিয়ান্স৷