Home > খেলাধুলা > উড়ন্ত অবস্থায় হারিয়ে গেল বিপিএলের ড্রোন ক্যামেরা, খুঁজে দিলে পুরষ্কার ঘোষণা

উড়ন্ত অবস্থায় হারিয়ে গেল বিপিএলের ড্রোন ক্যামেরা, খুঁজে দিলে পুরষ্কার ঘোষণা

পাওয়া যাচ্ছে না বঙ্গবন্ধু বিপিএলের জন্য ব্যাবহার করা ড্রোন ক্যামেরা। ধারণা করা হচ্ছে, চার্জ না থাকায় সেটি সিগন্যাল দেয়া বন্ধ করে দিয়েছে।

চট্টগ্রামে দ্বিতীয় পর্বের খেলা কাভার করতে নেয়া হয়েছে ড্রোন ক্যামেরা। স্পাইডার ক্যামেরা আনা-নেয়ায় ঝক্কি ঝামেলা বেশি থাকায় ড্রোন দিয়েই কাজ চালাচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

কিন্তু শেষমেশ সেটিও গায়েব হয়ে গেল। জহুর আহমেদ স্টেডিয়াম আজ রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্সে ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিবিপিএলের দ্বিতীয় পর্ব। এই ম্যাচ চলাকালীন ড্রোন হাওয়ায় ভাসালে সেটা আর ফিরে আসেনি।

সম্প্রচার প্রতিষ্ঠান রিয়েল ইম্প্যাক্টের কর্মীরা ড্রোনটি হারিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এরপর প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, ড্রোনটি খুঁজে দিতে পারলে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

ড্রোন উড়ানোর কাজে নিয়োজিত ক্রু জানান, ম্যাচ চলাকালীন ড্রোন উড়ানো হলে হুট করেই সিগন্যাল বন্ধ হয়ে যায় ড্রোনটির। উদ্ধারকর্মীরা ড্রোন খুঁজতে গিয়ে পরবর্তীতে সেটা আর খুঁজে পাননি।