Home > জাতীয় > সারাদেশ > রাজধানীতে ফ্লাইওভার থেকে পড়ে প্রাণ গেল যুবকের

রাজধানীতে ফ্লাইওভার থেকে পড়ে প্রাণ গেল যুবকের

যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার থেকে পড়ে অজ্ঞাতনামা (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফ্লাইওভার থেকে পড়ে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক গণমাধ্যমকে বলেন, বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে। তার মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিহত ওই যুবকের কাছে মোবাইল পাওয়া গেলেও তার নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি।