Home > খেলাধুলা > হাসপাতালে নারী ফুটবলার মারিয়া মান্ডা

হাসপাতালে নারী ফুটবলার মারিয়া মান্ডা

সাফ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়া নারী ফুটবল দলের অন্যতম খেলোয়াড় মিডিফল্ডার মারিয়া মান্ডা তার লালা গ্রন্থিতে (স্যালিভারি গ্ল্যান্ড) সমস্যাজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারিয়ার লালা গন্থিতে অপারেশন করা হয়েছে।

তার পাথর অপসারণ সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। অস্ত্রোপচার সম্পন্নের পর তিনি যোগ দিবেন জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে।

হাসপাতাল থেকে মারিয়া মান্ডা বলেছেন, আমার লালা গন্থির অপারেশন করে ৩টা পাথর অপসারণ করা হয়েছে। ডাক্তার মতিউর রহমান মোল্লার অধীনে আমি চিকিৎসাধীন। ডাক্তার বলেছেন ৩-৪ দিন হাসপাতালে থাকতে হবে।’

জাতীয় দলের এই অভিজ্ঞ মিডফিল্ডার সবার কাছে দোয়া চেয়ে বলেছেন, ‘আমার জন্য সবাই প্রার্থনা করবেন, যাতে খুব দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়েমাঠে ফিরতে পারি।’

মারিয়া মান্ডাকে দেখতে সোমবার হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি ও বাফুফের কয়েকজন কর্মকর্তা।