Home > খেলাধুলা > ফাইনাল না খেলে টুর্নামেন্ট ছাড়ছি না: ফ্লেচার

ফাইনাল না খেলে টুর্নামেন্ট ছাড়ছি না: ফ্লেচার

গতকাল রাতের ম্যাচে ফ্যাফ ডু প্লেসির সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যা আন্দ্রে ফ্লেচার ও মেহেদি হাসানের দাপুটে ব্যাটিংয়ে অনায়াসেই পেরিয়ে গেল খুলনা টাইগার্স। একই সঙ্গে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করল দলটি। টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো মিনিস্টার গ্রুপ ঢাকাকে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার লিগ পর্বের শেষ ম্যাচটিতে কুমিল্লার দেওয়া ১৮৩ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখেই পেরিয়ে যায় খুলনা। তুলে নেয় ৯ উইকেটের জয়।

আন্দ্রে ফ্লেচার ও মেহেদি হাসান উদ্বোধনী জুটিতেই ১৮২ রান তুলে ফেলেন। ১৯তম ওভারে স্কোর লেভেল করে ফেরেন মেহেদি হাসান। শিকার হন মইন আলির। সৌম্য সরকার (১*) উইকেটে এসে জয়সূচক রান নেন। আন্দ্রে ফ্লেচার ৬২ বলে ১০১ রানে অপরাজিত থেকে যান। ৬টি করে চার ও ছক্কায় সাজান নিজের ইনিংস। মেহেদি ৪৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৪ রান করেন।

গতকাল ম্যাচে শেষে ফ্লেচার বলেন, ‘সত্যি বলতে, আমাদের চাওয়া ছিল ১৬০-১৭০ রানে ওদেরকে আটকে রাখা। উইকেট ভালো, এই রান তাড়া করতে পারব বলে মনে হয়েছিল আমাদের। ১৮০ (১৮২) হয়ে যাওয়ার পর একটু অনিশ্চয়তা তৈরি হয়। তবে নিজের ওপর আস্থা ছিল আমার। মেহেদি (হাসান) ভালো খেলেছে। আমরা ইতিবাচক থেকে এগিয়ে গেছি।’

তিনি আরও বলেন, ‘নিজের শক্তির জায়গায় খেলে গেছি। অপ্রয়োজনীয় ঝুঁকি নেইনি। জানতাম, সুনিল নারাইন ও বাঁহাতি স্পিনারটি (তানভির ইসলাম) ওদের ট্রাম্প কার্ড। মেহেদিকে বলছিলাম যে, ওদের ওভারে ৬ রান করে নিলেও অন্যদের ওভারে তা পুষিয়ে দেওয়া যাবে। বিশ্বাস করুন, আমি ‘সুপার হ্যাপি।’

এ সময় ফ্লেচার বলেন, ‘সত্যি বলতে, সেঞ্চুরির চেয়ে এটি (জয়) আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। মনে পড়ে, ছেলেদেরকে বলেছিলাম, ফাইনাল না খেলে টুর্নামেন্ট ছাড়ছি না। এখনও শেষ হয়ে যায়নি সম্ভাবনা। এখনই আত্মতুষ্টির কিছু নেই, কেবল প্লে অফে উঠলাম। বৃহত্তর ছবিটা দেখতে হবে।’