Home > রাজনীতি > বেকার সমস্যা দূর করতে প্রত্যেক বিভাগে মেরিন একাডেমি হবে: প্রধানমন্ত্রী

বেকার সমস্যা দূর করতে প্রত্যেক বিভাগে মেরিন একাডেমি হবে: প্রধানমন্ত্রী

আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যেক বিভাগে একটি করে মেরিন একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। যেখানে তারা শুধু প্রশিক্ষিতই হবেন না, দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ হবে এবং আমাদের বেকার সমস্যা দূর হবে।

আজ রবিবার সকালে বাংলাদেশ মেরিন একাডেমির ৫৬তম ব্যাচ ক্যাডেটদের মুজিববর্ষ গ্র্যাজুয়েশন প্যারেডে অংশ নিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।

আজ সকালে গণভবন থেকে চট্টগ্রাম মেরিন একাডেমির এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য নবীন ক্যাডেটদের পদক তুলে দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

এ সময় সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে মেরিন একাডেমির নবীন ক্যাডেটদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।