প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের কুশপুত্তলিকায় লক্ষ্মীপুরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ তেহমুণী ট্রাফিক চত্বরে বিএনপি নেতা চাঁদের দুইটি কুশপুত্তলিকায় আগুন দেওয়া হয়।
এর-আগে শহরে উত্তর তেহমুণী বঙ্গবন্ধু চত্বর এলাকা থেকে জেলা আওয়ামী লীগের ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে দক্ষিণ তেহমুণী ট্রাফিক চত্বর গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে সমাপ্ত হয় কর্মসূচি।
বিক্ষোভ মিছিলে নেতৃত্বে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি।
এতে অংশগ্রহণ করেন, লক্ষ্মীপুর জজ আদালতের পিপি জসিম উদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না, সৈয়দ আহম্মদ পাটওয়ারী, হুমায়ুন কবীর পাটওয়ারী, সৈয়দ সাইফুল হাসান পলাশ, জহির উদ্দিন বাবর, যুবলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, মির্জা আমজাদ হোসেন আজিম, আশরাফুল আলম, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রকি ও শাহাদাত হোসেন ভূঁইয়াসহ বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মিছিল শেষে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বিএনপি নেতা চাঁদের কুশপুত্তলিকায় আগুন দিয়ে পুড়িয়ে দেন।