Home > খেলাধুলা > বিপিএল শুরুর আগেই করোনার হানা

বিপিএল শুরুর আগেই করোনার হানা

আগামী ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। মহামারি করোনাভাইরাসের কারণে এবারের আসর দর্শকবিহীন হবে।

বিপিএলকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) থেকে ধাপে ধাপে দলগুলো বায়োবাবলে প্রবেশ করবে বলে জানা গেছে। তবে বায়োবাবলে প্রবেশের আগে ক্রিকেটার ও স্টাফের বাধ্যতামূলক করোনা টেস্ট করাতে হবে।

এদিকে করোনা টেস্টে কয়েকজন ক্রিকেটার ও স্টাফের করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ। তবে কারা ও কতজন আক্রান্ত হয়েছেন এ ব্যাপারে কিছু জানা যায়নি।

মেডিকেল বিভাগ থেকে বলা হয়, ইতোমধ্যে আমরা ক্রিকেটার ও স্টাফদের করোনা টেস্টে শুরু করেছি। একটি দলের কয়েকজন ছাড়া সবার করোনা টেস্ট করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের করোনা পজিটিভ এসেছে। তবে আমরা নাম ও কতজন আক্রান্ত সেটি বলতে পারছি না।

উল্লেখ্য, আগামী ২১ জানুয়ারি থেকে পর্দা উঠবে বিপিএলের অষ্টম আসর। আর ১৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।