Home > খেলাধুলা > জিতলে কোনো কৃতিত্ব নেই আর হারলে সমালোচনা হয়: মুশফিক

জিতলে কোনো কৃতিত্ব নেই আর হারলে সমালোচনা হয়: মুশফিক

পুনর্মিলনীর অনুষ্ঠানে যোগ দিতে গতকাল বিকেএসপিতে এসেছিলেন মুশফিকুর রহিম। নিজেদের ব্যাচের পুনর্মিলনীর অনুষ্ঠানে দেশসেরা এই ব্যাটসম্যান সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন জাতীয় দল ও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে।

বর্তমান দল নিয়ে আশাবাদী কতটা এ ব্যাপারে মুশফিক বলেন, এখন যারা আছে তাদের অনেকেই ধারাবাহিক। বিসিবি গত পাঁচ-ছয় বছর এদের পেছনে বিনিয়োগ করেছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগেও কিন্তু এদের ধারাবাহিকতা নিয়ে অনেকে কথা হচ্ছিল। এটা একটা সময়ের ব্যাপার, অনেকে এক বছরে ধারাবাহিক হয়। অনেকের পাঁচ-ছয় বছর লাগে।

‘আমি বিসিবিকে অবশ্যই ধন্যবাদ দেবো যে, এই ছেলেগুলোর পেছনে তারা বিনিয়োগ করায় এখন ফল পাচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষেও পারফরম্যান্সকে খাটো করে দেখার সুযোগ নেই। কারণ এই দলটির বিপক্ষে অনেক চাপ নিয়ে ভালো খেলতে হয়। জিতলে কোনো কৃতিত্ব নেই, হারলে সমালোচনা হয়।’

‘সেদিক থেকে বলব, এটা অনেক বড় একটা অর্জন। অনেকে ধারাবাহিক রান করেছে। আশা করব, ভবিষ্যতেও ধারাবাহিকতা বজায় রাখবে। রিয়াদ ভাই সব সময় যেটা বলেছেন, এটাই আমাদের মানদণ্ড। এখান থেকে আমরা যাতে নিচে না যাই। বরং ধাপে ধাপে উপরে যেতে হবে।’

নতুন অধিনায়কত্বের জন্য কোনো পরামর্শ আছে কি না এ প্রশ্নে মুশফিক বলেন, ‘পরামর্শের তেমন কিছু নেই। তার অধীনে আগেও আমরা খেলেছি। সবচেয়ে বড় কথা, আমরা গত ১৫ বছর ধরে একসঙ্গে খেলছি। আমরা জানি সে কী রকম এবং তার সামর্থ্য কতটা। সে দায়িত্ব পেয়েছে, আমরা সবাই সাপোর্ট করছি। কয়েক বছর ধরে সে খুব ভালো খেলছে। পুরো দলকে সেভাবে এগিয়ে নেবে- সে প্রত্যাশা আমার।’