Home > খেলাধুলা > এবার আইপিএলে যাচ্ছেন দুই বাংলাদেশি

এবার আইপিএলে যাচ্ছেন দুই বাংলাদেশি

চলতি মাসের ২৯ তারিখে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসর। এবারের আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলবেন না।যদিও নিলামের জন্য ছয়জন ক্রিকেটার আবেদন করেন। কিন্তু তাদেরকে কোন দলই নেয়ার আগ্রহ দেখায়নি। আইপিএলে শুরু থেকে খেলছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে এবারের আসর খেলতে পারছেন না তিনি। কিন্তু আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের অংশ হবেন দুই বাংলাদেশি। বুলবুল আহমেদ ও আর কে সেন্টু—বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই থ্রোয়ারের এবার চাকরি হয়েছে সানরাইজার্সে।

যেকোনো দলের নেট অনুশীলনেই এই থ্রোয়ারদের একটা ভূমিকা থাকে। হাতে ডগস্টিক (বল থ্রো করা হয় যেটি দিয়ে) এরা ব্যাটসম্যানদের দিকে বল ছুড়ে যান। বুলবুল ও সেন্টু বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আছেন বেশ অনেক দিন ধরেই।

মূলত বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনের সুপারিশেই সানরাইজার্সে চাকরি হয়েছে বুলবুল ও সেন্টুর। শ্রীনিবাস বাংলাদেশ দলের পাশাপাশি ও সানরাইজার্সের হয়েও কাজ করেন। তিনিই এই দুজনের থ্রোয়িংয়ের ভিডিও সানরাইজার্স কর্মকর্তাদের কাছে পাঠান। এর পরপরই আইপিএলে সুযোগ হয়ে যায় তাদের।

শ্রীনিবাস অবশ্য কৃতিত্বটা বুলবুল আর সেন্টুকেই দিচ্ছেন। তিনি বলেছেন, ‘আপনারা তো কাছ থেকে দেখেছেন ওরা কতটা ভালো কাজ করছে। এখন ওদের একটু সুযোগ দেওয়া হলো, আরও ভালো করার। আশা করি ওরা সামনে এগিয়ে যাবে।’

মার্চের ২৩ তারিখ হায়দরাবাদ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা দুজনের। আইপিএলের ১৩তম আসর শুরু হবে মার্চের ২৯ তারিখ। প্রথম ম্যাচ মুখোমুখি হবে দুই বড় দল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স।