Home > খেলাধুলা > পাকিস্তানের নিরাপত্তা নয়, সিরিজ জয়ে চোখ বাংলাদেশের: মাহমুদউল্লাহ

পাকিস্তানের নিরাপত্তা নয়, সিরিজ জয়ে চোখ বাংলাদেশের: মাহমুদউল্লাহ

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর দল পাকিস্তান। তবে সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্স যাচ্ছেতাই। সবশেষ ১০ ম্যাচের আটটিতেই হেরেছে তারা। দলটির ধারাবাহিক অফফর্মকে কাজে লাগাতে চাচ্ছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই দেশটিতে যাচ্ছেন বলে জানিয়েছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল।

এর আগে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের র‌্যাংকিংয়ে লাল-সবুজ জার্সিধারীদের অবস্থান নবম। স্বভাবতই দুদলের পার্থক্য স্পষ্ট। তবে আশাবাদী মাহমুদউল্লাহ। মঙ্গলবার সংবাদ সম্মেলেন তিনি বলেন, অবশ্য র‌্যাংকিং ভিন্ন কথা বলে। আমরা ৯ নম্বরে, তারা ১ নম্বরে। ধারাবাহিকভাবে টি-টোয়েন্টি খেলে আসছেন ওরা। তবে আমরাও খুব একটা পিছিয়ে নেই। শেষ কয়েকটি সিরিজে আমাদের দল ভালো খেলেছে। আমি খুব আশাবাদী, ভালো কিছু ম্যাচ আমরা উপহার দিতে পারব। আমরা সিরিজ জেতার চেষ্টা করব।

 

মাহমুদউল্লাহ বলেন, শুরুতে নিরা’পত্তা ইস্যু মুখ্য ছিল। আশা করি, এ নিয়ে কোনো সম’স্যা হবে না। এটি নিয়ে ভাবছিও না। মাঠের পারফরম্যান্স নিয়ে চিন্তা করছি। এ মুহূর্তে আমি খুবই খুশি। যারা স্কোয়াডে সুযোগ পেয়েছে, তারা সবাই বিপিএলে খুব ভালো পারফরম্যান্স করেছে। ব্যাটসম্যানরা রান পেয়েছে, বোলাররা উইকেট পেয়েছে। সব মিলিয়ে এ দল নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী। এখন দেখার বিষয়, সেখানে গিয়ে নিজেদের পরিকল্পনা কত ভালোভাবে প্রয়োগ করতে পারি আমরা।