Home > রাজনীতি > ওবায়দুল নাকি অন্য কেউ !

ওবায়দুল নাকি অন্য কেউ !

চলছে দেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ২১ তম সম্মেলন। এই ২১ তম সম্মেলনে কে হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক? ওবায়দুল কাদের নাকি আসবে পরিবর্তন? এ বিষয়ে আলোচনার শেষ নেই। শুধু দেশের মানুষই নয়, এ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে দলের নেতাকর্মীদের কপালেও। কে হচ্ছেন সাধারণ সম্পাদক এটা জানতে অপেক্ষা করতে হবে আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুর পর্যন্ত। এদিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশনে কাউন্সিল অধিবেশনে আগামী ৩ বছরের জন্য নির্বাচন করা হবে দলের আগামী নেতৃত্ব।

নেতৃত্বের চমক যে থাকবে, এটা অনেক আগে থেকেই ধারণা করা হচ্ছিল। দলীয় সূত্রগুলো আগেও জানিয়েছিল, বড় ধরণের রদবদল হতে পারে দলের প্রেসিডিয়াম ও সম্পাদকীয় পদগুলোয়। তবে দলীয় সাধারণ সম্পাদক পদে বর্তমান দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের না অন্য কেউ আসছেন, এটাই এখন আলোচনার প্রধান বিষয়। সভাপতি পদ ছাড়া নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসছে বলে আভাস পাওয়া গিয়েছে। দলীয় সূত্র আরও জানায়, সম্মেলনের আগের রাত অর্থাৎ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সাক্ষাৎ পাননি দলটির কোনো নেতাই। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর দ্বিতীয় অধিবেশনের আগের রাত শুক্রবার রাতেও দলীয় প্রধান কারও সঙ্গে দেখা করেননি। বিষয়টিকে নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে দলের সাধারণ সম্পাদক কে হচ্ছেন তা দলীয়প্রধান ছাড়া কেউ জানেন না।

দলীয় সূত্রগুলো বলছে, কে হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সে সিদ্ধান্ত দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। আওয়ামী লীগের বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য-উপাত্ত অনুযায়ী, এখন পর্যন্ত দলের সাধারণ সম্পাদক পদের বিষয়ে দলীয় নেতাদের কেউই গ্রিন সিগন্যাল পাননি। সাধারণ সম্পাদক পদে এবার আলোচনায় আছেন- বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলির সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বি এম মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, কেন্দ্রীয় সদস্য আজমত উল্লাহ খান। নতুন করে দলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এসেছেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটনের নাম। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, দলের সাধারণ সম্পাদক পদের জন্য দলীয় প্রধান শেখ হাসিনা যার ওপর আস্থা রাখবেন, দলীয় কাউন্সিলর তাকেই সাধারণ সম্পাদক করবেন। এখন পর্যন্ত দলীয় প্রধান কাউকেই সাধারণ সম্পাদক বলে গ্রিন সিগনাল দেননি। তবে কেউ কেউ আবার বলেছেন, সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরেরই আসার সম্ভাবনা রয়েছে।