Home > রাজনীতি > আ.লীগের নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা

আ.লীগের নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। দুই দিনব্যাপী এ সম্মেলনে শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নেতৃত্ব নির্বাচনের জন্য কাউন্সিল অধিবেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। দলটির সভাপতি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক হয়েছেন। এর আগে কাউন্সিল অধিবেশনের শুরুতেই আগের সব কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়াও সাধারণত সম্পাদক পদে জাহাঙ্গীর কবির নানক তার নাম প্রস্তাব করেন। অন্যদিকে, সর্মথন করেন আব্দুর রহমান।

এ সম্মেলনে সারা দেশ থেকে আগত প্রায় ৭ হাজার কাউন্সিলর, ১৫ হাজার ডেলিগেটসহ ৫০ হাজার নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথি অংশ গ্রহণ করছেন। ১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনে আওয়ামী লীগের জন্ম। ঐতিহ্যবাহী দলটির বয়স ৬৭ বছর। এ পর্যন্ত দলটির ২০টি জাতীয় সম্মেলন হয়েছে। এর আগে দুই দিনব্যাপী আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।