স্পানিশ লা লিগায় বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বার্সালোনা ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এর আগে ২০০২ সালে গোলের দেখা না পেয়ে ম্যাচ শেষ করেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
ম্যাচে প্রত্যাশিত রোমাঞ্চ না ছড়ালেও দুদলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার কোনো কমতি ছিল না। মোট আট ফুটবলার দেখেন হলুদ কার্ড। বার্সার তিন ও রিয়ালের পাঁচ তারকাকে সাজা দেন রেফারি।
পুরো ম্যাচে রিয়াল শট নিয়েছে ১৭টি যার ৪টি টার্গেটে আর বার্সা শট নিয়েছে ৯টি, এর মধ্যে মাত্র দুটি গোলমুখে। ম্যাচে কাঙ্ক্ষিত উত্তেজনাও ছড়িয়েছে বেশ।
এদিন অনেকটা ব্যর্থই ছিলেন মেসি। ৬০তম মিনিটে সবাইকে চমকে দিয়ে আঁতোয়া গ্রিজমানের বাড়িয়ে দেওয়া বলে মেসি ফিনিশিংটাই দিতে পারেননি।
প্রসঙ্গত, এর আগে লা লিগায় ১৭৮ বারের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা সমান ৭২টি করে ম্যাচ জিতেছে। বাকি ৩৪টি ম্যাচ ড্র হয়।