Home > বিশেষ সংবাদ > বিক্ষোভ শেষে নিজেরাই রাস্তা পরিষ্কার করলেন তারা!

বিক্ষোভ শেষে নিজেরাই রাস্তা পরিষ্কার করলেন তারা!

বিতর্কিত নাগরিকত্ব আইনের (সিএএ) ভারতের বেশ কয়েকটি রাজ্যের মানুষ পথে নেমেছে। বিক্ষোভের জেরে মাঠে নেমেছে দেশটির শিক্ষার্থীরাও। আন্দোলন চলাকালে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে দিল্লি পুলিশ। চলে কাঁদানে গ্যাস ও লাঠি চার্জ। পুলিশ ও শিক্ষার্থীদের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা। পুলিশের লাঠি চার্জের আগে দিল্লির সরাই জুলেইনা ও মথুরা রোডে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পুলিশের বক্তব্য চারটি বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। আগুন নেভাতে চারটি দমকলের ইঞ্জিন কাজে লাগানো হয়েছে বলে দাবি তাদের।

তবে বিশ্ববিদ্যালয় কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, আমরা বারবার আন্দোলন শান্তিপূর্ণ রাখার কথা বলেছি। হিংসার সঙ্গে যারা যুক্ত তাদের আমরা নিন্দা করছি। পুলিশ বর্বরতার সীমা অতিক্রম করেছে বলেও মন্তব্য করেছে জেএনইউ শিক্ষকদের সংগঠন। পুলিশের তাণ্ডবের পর, রাত নামতেই আবার রাস্তায় নেমে পড়েন ওই বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীরা। নোংরা হওয়া রাস্তা পরিষ্কার করতে শুরু করেন তারা। আর সেই পরিষ্কার কাজের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আন্দোলনের অন্যতম বিক্ষোভকারী সিরাজ শেইখ বাবু বলেন, এলাকা শান্ত হলে পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিক্ষোভ শেষ হতে রাত ১০টা বেজে যায়। তারপর আমরা সিদ্ধান্ত নিই, আমাদের জন্য যখন নোংরা হয়েছে আমরাই পরিষ্কার করব। এরপর রাতে তারা কয়েকজন মিলে রাস্তা পরিষ্কার করেছেন বলে জানান।