বগুড়ার সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা পারভীনের স্বামীকে মারধরের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ অক্টোবর) রাতে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তিরা হলেন- শামিম হোসেন (৪০) ও তার ছেলে আলিফ হোসেন (১৯)। তারা সোনাতলা পৌর এলাকার বাসিন্দা৷ শামিমের বাবা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সোনাতলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম বুলু।
ভুক্তভোগী ইউএনওর স্বামীর নাম আল আমিন শিকদার। তিনি পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী।
জানা গেছে, শনিবার বিকেলে শামিম ও তার ছেলে আলিফ উপজেলা পরিষদ চত্বরের ব্যাডমিন্টন কোর্টে খেলাধুলা করছিলেন। এ সময় ইউএনও সাইদা পারভীনের স্বামী সেখানে যান৷ তখন ইউএনওর গাড়িচালক শামিম ও আলিফকে সেখান থেকে চলে যেতে বললে, তারা তর্কে জড়িয়ে পড়েন। পরে ইউএনওর স্বামী আল-আমিন তাদের ঝগড়া করতে নিষেধ করলে, তার ওপর হামলা চালনো হয়। তারা আল-আমিনকে লাঠি দিয়ে আঘাত করেন।
এ বিষয়ে সোনাতলার ইউএনও সাইদা পারভীন বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। তার হার্টের সমস্যা আছে। সম্প্রতি তার বুকে অস্ত্রোপচার করে স্ক্র বসানো হয়েছে। বর্তমানে সুস্থ আছেন তিনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুব আলম বুলু বলেন, শনিবার সন্ধ্যার দিকে আমার ছেলে ও নাতি ইউএনওর বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন ইউএনওর স্বামী আল-আমিনের সঙ্গে আমার ছেলের ধাক্কা লাগে। এর জন্য পুলিশ আমার ছেলে ও নাতিকে ধরে নিয়ে গেছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, অভিযুক্ত বাবা ও ছেলেকে উপজেলা চত্বর থেকেই আটক করা হয়েছে। বর্তমানে তারা আমাদের হেফাজতে আছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।