Home > আন্তর্জাতিক > নরওয়ের পর এবার জার্মানিতে পবিত্র কুরআন অবমাননা

নরওয়ের পর এবার জার্মানিতে পবিত্র কুরআন অবমাননা

বেশ কয়েকজন ইসলাম বিদ্বেষী নরওয়ের পর এবার জার্মানের উল্ম শহরের ‘ওসমান গাজী’ মসজিদে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এসময় তারা মসজিদে রাখা পবিত্র কুরআনের বেশ কয়েকটি পাণ্ডুলিপি ছিঁড়ে ফেলে।

ডেইলি সাবাহ জানায়, ব্র্যান্ডিলিশ নামক বেসরকারি সংস্থা ঘোষণা করেছে, বেশ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ওসমান গাজী মসজিদে হামলা চালিয়ে পবিত্র কুরআনের বেশ কয়েকটি পাণ্ডুলিপি ছিঁড়ে ফেলেছে এবং ছেড়া পৃষ্ঠাগুলো মসজিদের দেয়াল ও দরজায় আঠা দিয়ে লাগিয়ে রেখেছে।

সূত্রমতে আরো জানা যায়, জার্মানের দক্ষিণাঞ্চলীয় বাডেন ওয়ার্টেমবার্গ প্রদেশের একটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে উল্ম। নগরীর পুলিশ অপরাধীদের সনাক্ত ও গ্রেপ্তার করার জন্য তদন্ত শুরু করেছে।

মসজিদের পরিচালক মুরাদ করাদনিজ এ বিষয়ে বলেন, ইসলাম বিদ্বেষীরা বেশ কয়েকবার এ মসজিদে হামলা চালিয়েছে। মাঝে মধ্যেই আমরা মসজিদের দেয়ালে ইসলাম বিদ্বেষী স্লোগান ও বিভিন্ন ধরণের বর্ণবাদী চিহ্ন বা প্রতীক দেখতে পাই।

তিনি আরো বলেন, মসজিদটি জার্মানির অন্যতম সংগঠন ইসলামিক কমিউনিটি ন্যাশনাল ভিউর অন্তর্ভুক্ত।ে

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোয় জার্মানে ডানপন্থী দলগুলো বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সেদেশের অভিবাসীদের বিরুদ্ধে ইসলামোফোবিয়া এবং ঘৃণার বিস্তার ঘটিয়েছে।

গত বছর জার্মান পুলিশ মুসলমানদের বিরুদ্ধে ৯০০ হামলার রেকর্ড গণনা করেছে। এসকল হামলায় ৫৪ জন মুসলমান আহত হয়েছেন। বর্তমানে জার্মানে প্রায় ৪৭ লাখ মুসলিম নাগরিক বসবাস করছে।

সূত্র: ডেইলি সাবাহ