Home > খেলাধুলা > ফের মাশরাফির ইনজুরি, নিতে পারছেন না চিকিৎসা!

ফের মাশরাফির ইনজুরি, নিতে পারছেন না চিকিৎসা!

মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ ক্রিকেটের এক মহা তারকা। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম বোলিং স্তম্ভ ও একদিনের আন্তর্জাতিকে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

মাশরাফি দলে থাকা মানেই আর ১০জন খেলোয়াড়ের বাড়তি অনুপ্রেরণা। কিন্তু ইনজুরির কারনে তিনি নিয়মিত দলে থাকতে পারেনা। আসন্ন বিপিএল দিয়ে ক্রিকেট মাঠে ফিরতে চান মাশরাফি। সে লক্ষ্যে অনুশীলনে করতে গিয়ে ফের ইনজুরিতে পড়েছেন এ ক্রিকেটার। তবে ব্যস্ততার কারণেই নিজের ইনজুরির চিকিৎসা করতে পারছেন না বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি। কেননা তিনি এখন শুধু ক্রিকেটার নন একজন সাংসদও বটে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মাশরাফির ইনজুরি নিয়ে কথা বলেন। তিনি জানান, ‘মাশরাফির সমস্যা হচ্ছে গত ১৫ দিনে মাত্র দুই দিন ট্রিটমেন্ট নিতে এসেছে। আজকেও ট্রিটমেন্ট কর‍তে করতে পিএমের ফোন আসায় চলে গেল। সো রেগুলারিটিটা মেইনটেইন করতে পারেছে না।’

মাশরাফির চোটের ধরন নিয়ে দেবাশীষ বলেন, ‘ব্যাক ইনজুরি, স্কোয়াট করতে গিয়ে ব্যাকে লেগেছে। আমরা ধারণা করছি মাসল। আমরা একটা স্ক্যান করতে বলেছি কিন্তু স্ক্যান করার সময়ই পাচ্ছে না।’

উল্লেখ্য, এর আগেও বহুবার ইনজুরিতে পড়েও বীরের মত ক্রিকেটে ফিরেছে এই মহা তারকা।