আজ ৮ নভেম্বর চার বছর আগে এই দিনে পৃথিবীতে আসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একমাত্র কন্যা আলাইনা হাসান। মেয়ের জন্মদিনে তাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আবেগঘন এক স্ট্যাটাস দেন সাকিব। তিনি লিখেন, ‘চতুর্থ জন্মবার্ষিকীর শুভেচ্ছা, আমার জীবন। তুমি আমার জীবনে সূর্যের আলো। আমার জীবনের সবচেয়ে বড় সুখের উৎস। পৃথিবীর অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসি তোমাকে।’ এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, তার জীবনের সবচেয়ে বড় উপহার এবং সবচেয়ে আনন্দের ঘটনাই হলো আলাইনার জন্ম হওয়া। আলাইনার চতুর্থ জন্মবার্ষিকীতে সে কথাটাই আরেকবার বললেন।
উল্লেখ্য, জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোয় গত ২৯ অক্টোবর ক্রিকেট থেকে এক বছরের জন্য বরখাস্ত করা হয়েছে সাকিব আল হাসানকে। বাংলাদেশ দল ভারত সফরে থাকলেও তাই অলস সময় পার করছেন সাকিব। বর্তমানে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।