Home > অন্যান্য > সাকিবকে বিপিএলের সিইও হওয়ার আমন্ত্রণ

সাকিবকে বিপিএলের সিইও হওয়ার আমন্ত্রণ

দিন দুয়েক আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে মন্তব্য করেছিলেন দেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান । সাকিব  জানিয়েছিলেন, তিনি বিপিএলের সিইও হলে টুর্নামেন্টকে আরও পরিপূর্ণতা দিতে পারতেন। এমনকি টুর্নামেন্ট গোছাতে লাগবে মাত্র ১ থেকে ২ মাস। তার এমন বক্তব্যের পর এবার মুখ খুলেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।

আজ শুক্রবার সংবাদ সম্মেলনে সোহেল জানান, সাকিব চাইলে পরের আসরেই তাকে সিইও’র দায়িত্ব দেয়া হবে। সোহেল যেমনটা বলছিলেন, ‘প্রথমেই সাকিবকে স্বাগত জানাই, ওকে ধন্যবাদ। ওর দৃষ্টি থেকে ও বলেছে এবং আগ্রহ প্রকাশ করেছে। আমরা গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে তাকে আসার জন্য স্বাগত জানাই। ও যদি চায় সামনের বছর থেকেই সিইওর এর দায়িত্ব পালন করুক।’

এর আগে, বিপিএলের সিইও হিসেবে দায়িত্ব পেলে মাত্র দুই মাসে সব পরিবর্তন করে দেবেন সাকিব আল হাসান। এস্ময়  সাকিব হাসির ছলে একটি সিনেমার প্রসঙ্গ টেনে বলেন, ‘নায়ক মুভিতে দেখেছেন না, একদিনে অনেক কিছু করা সম্ভব যে করতে পারে। যে পারে সে সবসময়ই করতে পারে।’ এছাড়া  চলতি মৌসুমে নতুন সিইও হলে আপনি কি করবেন এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘এই মৌসুমের সব কিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে। ফ্রি টাইমে বিপিএল হবে সব আধুনিক টেকনোলজি থাকবে। ব্রডকাস্ট ভালো থাকবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’