সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে একটি কাজে দেশে এসেছেন ডা: ফাহমিদা রশিদ( রোজী)। কয়েক বছর আগে বাবা মারা গিয়েছেন, মায়ের বাসা ধানমন্ডিতে। বাংলাদেশে এসে আনন্দে থাকলেও বাবার জন্য একটা কষ্ট বুকের মধ্যে ছিল। ঠিক সেই সময় সে জানতে পারেন তার কলেজ বন্ধুরা তাকে নিয়ে একটা গেট টুগেদার করতে চায়। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হবে ভেবে যেন একটু আনন্দের ঝিলিক বয়ে গেল তার চোখে। সব কাঠ-খড় পুড়িয়ে ঠিকেই দেখা করলো বন্ধুদের সঙ্গে।
প্রায় ৩৯ বছর পর একসাথে এক সন্ধ্যায় কাটালো ১৯৮৫ সালে এইচএসসি পাস করা ভিকারুননিসা নুন কলেজের কয়েকজন বন্ধু।
১৫ জুলাই শনিবার রাজধানীর ক্যাপ্টেন্স ওয়ার্ল্ডে বসেছিল এই মিলনমেলা। কেক কাটা, গান, গল্প খাওয়া-দাওয়া হইচইম যেন এক হুলস্থূল কাণ্ড। সবাই যেন আবার সেই কিশোরী বয়সেই ফিরে গিয়েছিল। সবাইকে পেয়েও রোজীও ভীষণ খুশি।
ডা. ফাহমিদা রশিদের সঙ্গে ৩৯ বছর পর দেখা হলেও ভিকারননিসা কলেজের এই বন্ধুরা মিলিত হয়েছিল ৩৭ বছর পর। বছর দুয়েক আগে করোনা মহামারির সময় একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করে একটি পরিকল্পনা করেন তারা। দীর্ঘদিন কারও সঙ্গে যোগাযোগ না থাকায়, বেশ কঠিনই ছিল দেখা করা। কিন্তু বন্ধুত্ব যে সব বাধা পেরিয়ে যায়, সেটাই আবার প্রমাণ করলেন তারা। তারই রেশ ধরে দেখা হলো ফাহমিদা রশিদের সঙ্গেও।