Home > খেলাধুলা > লিওনেল মেসির বিশ্বরেকর্ড

লিওনেল মেসির বিশ্বরেকর্ড

পৃথিবীটাই যেন এখন লিওনেল আন্দ্রেস মেসির দখলে। বিশ্বকাপটা নিজেই ধন্য হতেই কিনা অবশেষে মেসির হাতে আশ্রয় নিয়েছে। কাতার বিশ্বকাপের মঞ্চে মহাগুরুত্বপূর্ণ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোল ব্যবধানে হারিয়ে ৩৬ বছর পর মেসির হাত ধরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আর্জেন্টিনা।

মেসির বিশ্বকাপ জেতার সেই মুহূর্ত চারকোণা ফ্রেমে বন্দী করে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। স্বয়ং মেসি নিজেও বিশ্বকাপ জেতার সেই বহুল আকাঙ্খিত মুহূর্তগুলো শেয়ার করেছেন নিজের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মেসির শেয়ার করা সেই ছবিগুলো বিশ্বরেকর্ডই গড়ে ফেলেছে।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে (লিও মেসি) মেসি বিশ্বকাপ জেতার দশটি ছবি একই সঙ্গে শেয়ার করেছেন। সেই ছবিগুলোতে ভালোবাসা প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ৫৮.৪ মিলিয়ন ভক্ত-সমর্থক। যা এখনও চলমান। ইনস্টাগ্রামে এত রিয়্যাকশন পায়নি অন্য কোনো ছবি।

বিশ্বরেকর্ড গড়ার পথে মেসি পেছনে ফেলেছেন একটি ডিমের ছবি। ওয়ার্ল্ড রেকর্ড এগ অ্যাকাউন্ট থেকে প্রকাশিত সেই ডিমের ছবিটি মোট ৫৬.৩ মিলিয়ন ব্যক্তির লাভ রিয়্যাকশন পেয়েছিল।

এদিকে ক্রীড়াবিদদের মধ্যেও মেসির বিশ্বকাপ জেতা সেই ছবি সবচেয়ে বেশি রিয়্যাকশন পেয়েছে। পেছনে ফেলেছেন নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর ছবি। যেখানে আবার নিজেও উপস্থিত ছিলেন মেসি। চলতি বছর লুইস ভুইটন ব্র্যান্ডের একটি ছবিতে রোনালদো এবং মেসিকে মুখোমুখি বসানো হয়েছিল। রোনালদোর একাউন্ট থেকে ছবিটি প্রকাশ হলে ৪২.১ মিলিয়ন ভক্ত প্রতিক্রিয়া জানিয়েছিল। তবে মেসির বিশ্বকাপ জেতার মুহূর্তের ছবিটি পেছনে ফেলেছে সেটিকেও।