Home > খেলাধুলা > ৩ যুগ পর বিশ্বকাপ আর্জেন্টিনার, স্বপ্নের শিরোপায় মেসির চুম্বন

৩ যুগ পর বিশ্বকাপ আর্জেন্টিনার, স্বপ্নের শিরোপায় মেসির চুম্বন

কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনালে পেনাল্টিতে ৪-২ গোলে জয়ী হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

রোববার (১৮ আগস্ট) কাতারের লুসাইল স্টেডিয়ামে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে দীর্ঘ ৩৬ বছর পর শিরোপা জিতল আর্জেন্টিনা।

শ্বাসরুদ্ধ ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ২-২ গোলে সমতায় ছিল। পরে অতিরিক্ত সময়ে দুদল আরও একটি করে গোল দিলে ৩-৩ গোলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানেই বাজিমাত করেন আর্জেন্টিনা তথা দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

যদিও টাইব্রেকারে কিলিয়ান এমবাপ্পের প্রথম শটটি ঝাপিয়ে পড়লেও রুখতে পারেননি মার্তিনেজ। এগিয়ে যায় ফ্রান্স। পরে মেসি গোল করে সমতায় ফেরান। কিন্তু ফ্রান্সের দ্বিতীয় করতে আসা কিংসলে কোম্যানের শট আটকে নায়ক বনে যান মার্তিনেজ। আর তৃতীয় শটে অরেলিয়েন চুয়োমেনি পোস্টের বাইরে মেরে মিস করেন।

এরপর রানদাল কোলো মুনাই ফ্রান্সের চতুর্থ শটে গোল করলেও অপরদিকে আর্জেন্টিনার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শটে যথাক্রমে পাওলো দিবালা, লিওনার্দো পারেদেস ও গনজালো মন্তিয়েল গোল করলে শিরোপা জয়ের আনন্দে মাতে আর্জেন্টিনা।