Home > খেলাধুলা > ব্রাজিল সমর্থকদের দুই হাজার ফুটের বেশি লম্বা পতাকা প্রদর্শন

ব্রাজিল সমর্থকদের দুই হাজার ফুটের বেশি লম্বা পতাকা প্রদর্শন

ফুটবল বিশ্বকাপ এলেই ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চলে নানান প্রতিযোগিতা। পাল্লা দিয়ে চলে পতাকা তৈরি কাজ। কে কার থেকে বড় পতাকা প্রদর্শন করতে পারে সেটি নিয়ে চলে লড়াই।

এবার আর্জেন্টিনা সমর্থকদের দুই হাজার ফুটের পতাকাকে টক্কর দিতে, ব্রাজিল সমর্থকরা তৈরি করলো দুই হাজার ২০০ ফুটের লম্বা পতাকা। এ পতাকা প্রদর্শন করা হয় ঢাকঢোল পিটিয়ে।

প্রিয় দলের জার্সি পরিহিত শতশত সমর্থকরা বিশাল এই পতাকা নিয়ে নরসিংদীর ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার থেকে আলির মোড় হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএডিসি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। নিজেদের প্রিয় দল ব্রাজিল ও প্রিয় খেলোয়ার নেইমারকে ভালোবেসেই এই পতাকা প্রদর্শন করে তারা।

জানা গেছে, পলাশ বাজার ব্রাজিল সমর্থক গোষ্টির আয়োজনে প্রায় এক লাখ টাকা ব্যয়ে এই পতাকা তৈরি করা হয়েছে। ব্রাজিলের সমর্থক গোষ্ঠীরা বলেন, তাদের প্রিয় দল ব্রাজিল ও প্রিয় খেলোয়াড় নেইমার। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবার তাদের চীরপ্রতিদ্বন্ধী আর্জেন্টিনাকে পরাজিত করে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ান হবে।

পতাকা দেখতে আসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার জানান, আমার জানামতে এতো বড় পতাকা পলাশ উপজেলায় আর কেউ এখনো তৈরি করেনি। বিশাল পতাকা প্রদর্শনী ও র‍্যালি হবে শুনেই দেখতে আসলাম। র‌্যালিতে সবার কণ্ঠে ছিল ব্রাজিল আর নেইমারের স্লোগান।

উল্লেখ্য, নরসিংদীর পলাশ উপজেলায় গত শুক্রবার (১৮ নভেম্বর) আগে আর্জেন্টিনার সমর্থকরা দুই হাজার ফুটের পতাকা প্রদর্শন করে তাদের প্রিয় দলকে সমর্থন জানায়। আর ওই পতাকাকে টক্কর দিতে ব্রাজিল সমর্থকরা দুই হাজার ২০০ ফুটের বিশাল পতাকা প্রদর্শন করেছে।