Home > খেলাধুলা > বিশ্বকাপ জেতা ছাড়া মেসির অবসর অন্যায় : স্পেন কোচ

বিশ্বকাপ জেতা ছাড়া মেসির অবসর অন্যায় : স্পেন কোচ

ফুটবল ইতিহাসে সময়ের সেরা তারকা লিওনেল মেসি। ক্যারিয়ারে সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন! গড়েছেন একাধিক রেকর্ড, তবে রয়ে গেছে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরার আক্ষেপ। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। সম্ভবত, এটাই মেসির শেষ বিশ্বকাপ।

 

 

 

ফুটবলপ্রেমীদের চাওয়া মেসির হাতেই উঠুক এবারের শিরোপা। অনেকের সঙ্গে এবার একই সুরে কথা বলেছেন স্পেন জাতীয় দলের কোচ লুইস এনরিক। লিওনেল মেসিই প্রত্যাশিত শিরোপা উঁচিয়ে ধরুক—এমনটাই চান তিনি।

এ বিষয়ে লাইভস্ট্রিমিং সাইট টুইচে লুইস এনরিক বলেছেন, স্পেন যদি জিততে না পারে, তাহলে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক। বিশ্বকাপ ছাড়া অবসরে যাওয়া মেসির ক্ষেত্রে অন্যায় হবে।

বার্সেলোনার সাবেক এই কোচের দাবি, সবার মনের মধ্যে ফেভারিট হিসেবে ব্রাজিল ও আর্জেন্টিনার নাম আছে। ফ্রান্স ও জার্মানিও আছে অবশ্যই। এ ছাড়া স্পেন ও নেদারল্যান্ডস চমক দেখাতে পারে।