Home > খেলাধুলা > বাংলাদেশ সফরে বাদ পড়া ভারতীয় ক্রিকেটারদের ক্ষোভ

বাংলাদেশ সফরে বাদ পড়া ভারতীয় ক্রিকেটারদের ক্ষোভ

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-বিসিসিআই। দল থেকে বাদ পড়া অনেক ক্রিকেটার প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন।

বাংলাদেশ সফরে পূর্ণশক্তির দল নিয়ে আসছে ভারত। রোহিত শর্মাই অধিনায়ক থাকছেন। দলে বিরাট কোহলি, কে এল রাহুলরা আছেন। উল্লেখযোগ্য অনুপস্থিতি বলতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ ফর্মে থাকা ব্যাটার সূর্যকুমার যাদব। বাংলাদেশে ভারত আসছে ডিসেম্বরে। এক দিনের আন্তর্জাতিক ও টেস্ট সিরিজ খেলতে।

এক দিনের আন্তর্জাতিকের জন্য ভারতীয় দল এ রকম— রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রজত পাতিদার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও যশ দয়াল।

টেস্টের দল হলো— রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কে ভরত, রবীন্দ্র জাদেজা, অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।

নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি ও এক দিনের আন্তর্জাতিক খেলবে ভারত। সেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুলদের রাখা হয়নি। টি-টোয়েন্টি দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দলে আছেন— শুভমন গিল, ইশান কিশান, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যজুবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।

এক দিনের আন্তর্জাতিকে অধিনায়কত্ব করবেন শিখর ধাওয়ান। টিমে আছেন— শুভমন গিল, দীপক হুদা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ আহমেদ, যজুবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, দীপক চাহার, কুলদীপ রাজপাল সেন ও উমরান মালিক।

বাংলাদেশের তুলনায় নিউজিল্যান্ড দলে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। কিন্তু এই দুই সফরে বেশ কিছু ক্রিকেটার বাদ পড়েছেন। তারা তাদের ক্ষোভও প্রকাশ করেছেন নানাভাবে।

বাদ পড়ে ক্ষোভ

দল থেকে বাদ পড়ে ক্ষুব্ধ পৃথ্বীশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথ্বী বলেন- আশা করি, সাই বাবা সবকিছুই দেখছেন।

উমেশ যাদব বাংলাদেশের টেস্ট দলে সুযোগ পেয়েছেন। তিনি তারপরেও সামাজিক মাধ্যমে বলেন, হয়তো তোমরা আমাকে বোকা বানাতে পারো, কিন্তু মনে রেখ, ঈশ্বর সবই দেখছেন।

নীতীশ রানা কোনো দলেই সুযোগ পাননি। তাই তিনি লেখেন, আশা। অপেক্ষা কর। যন্ত্রণা শেষ হবে।

স্পিনার রবি বিষ্ণোই বলেন, কামব্যাক অলওয়েজ স্ট্রঙ্গার দ্যান সেটব্যাক।

নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা বলেন, পৃথ্বী শ-র সঙ্গে নির্বাচকদের যোগাযোগ থাকবে। ও সুযোগ পাবে। এখন যাদের দরকার, তাদেরই বেছে নিয়েছি। অর্থাৎ, চেতন শর্মার মতে, যোগ্যতম ক্রিকেটাররাই দলে ঠাঁই পেয়েছেন।