Home > খেলাধুলা > রাতে পাক-আফগান লড়াই, তাকিয়ে ভারত

রাতে পাক-আফগান লড়াই, তাকিয়ে ভারত

সব ধরনের ক্রিকেট টুর্নামেন্টেই এখন ভারতের আধিপত্য লক্ষণীয়। টুর্নামেন্ট আয়োজনের প্রতিটি ক্ষেত্রেই ভারতের সরব উপস্থিতি। বিশ্বকাপ হোক, এশিয়া কাপ হোক, আয়োজক দেশ যারাই হোক, বাকি বিশ্ব যেন ভারতের আতিথেয়তা নিতেই অংশ নেয়। তাই প্রায় প্রত্যেক টুর্নামেন্টেই ভারত বিরোধী (মুখে যাই থাকুক) জোট তৈরি হয়ে যায়। ভারতের ১৩৮ কোটি জনতার বিপরীতে বাকি বিশ্ব তাদের হার কামনার প্রার্থনায় যেন লিপ্ত হয়।

গতকাল যেমন দুবাই স্টেডিয়ামে শ্রীলঙ্কার কাছে ভারতের পরাজয়ে বাংলাদেশে, পাকিস্তানে খুশির ঢেউ। খোদ লঙ্কানরা তো উল্লাসে মাতোয়ারা। ক্রিকেট প্রেমীদের অনেকেই দারুণ জয়ে শ্রীলঙ্কাকে অভিনন্দন জানিয়েছেন। এই পরাজয়ে এশিয়া কাপ থেকে ভারতের বিদায়ের ধ্বনি বেজে গেছে। সুপার ফোর পর্বে টানা দুই ম্যাচ হেরেছে রোহিত শর্মার দল।

এদিকে দুবাইয়ে গত ৪ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে ৫ উইকেটে হারের পর গতকাল শ্রীলঙ্কার কাছেও ৬ উইকেটে হেরে খাদের কিনারে পড়ে গেল ভারত। রোহিত শর্মা-বিরাট কোহলিদের ফাইনাল খেলার ক্ষীণ সম্ভাবনা এখনও আছে, সেটা কাগজে-কলমে টিকে আছে। যদিও তা মাত্র কয়েক ঘন্টার জন্য।

ফাইনালের আশা জিইয়ে রাখতে আগামী ৮ সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে ভারতকে জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে। অবশ্য সেই দিন পর্যন্ত টুর্নামেন্টে তাদের অস্তিত্ব টিকে থাকা কঠিন। কারণ আজ শারজায় পাকিস্তান যদি আফগানদের হারায়, তাহলেই ভারতের বিদায় নিশ্চিত হয়ে যাবে। সুপার ফোরে বাবর আজমের দলটার টানা দ্বিতীয় জয় ভারতকে ছিটকে দিবে টুর্নামেন্ট থেকে।

তখন আফগানিস্তানের বিরুদ্ধে তাদের ম্যাচটা হয়ে যাবে শুধুই আনুষ্ঠানিকতা। নিশ্চিতভাবেই ভারতের জন্য এটি সুখকর অভিজ্ঞতা হবে না। তবে এশিয়া কাপে দলের এক নম্বর পেসার জাসপ্রিত বুমরাহকে ইনজুরির কারণে হারানো বড় ধাক্কা ছিল ভারতের জন্য। আবার টুর্নামেন্টের মাঝপথে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন।