Home > আন্তর্জাতিক > আবারো আসছে ভয়ংকর টাইফুন, স্কুল-ফ্লাইট বন্ধ

আবারো আসছে ভয়ংকর টাইফুন, স্কুল-ফ্লাইট বন্ধ

দক্ষিণ কোরিয়ায় টাইফুন ‘হিনামনর’ আঘাত হানতে পারে আগামীকাল। এজন্য ইতিমধ্যে দেশটির স্কুল বন্ধ করা হয়েছে, ফ্লাইট স্থগিত এবং কিছু ব্যবসা কার্যক্রম বাতিল করা হয়েছে। সম্প্রতি সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, আসন্ন ঘূর্ণিঝড়কে দক্ষিণ কোরিয়ায় আঘাত হানা অন্যতম শক্তিশালী ঝড় মনে করা হচ্ছে। এতে ভূমিধস হতে পারে। ঝড়ে দক্ষিণপূর্ব উপকূলের দ্বিতীয় বৃহত্তম শহর বুসান এলাকা আক্রান্ত হবে বলে ভবিষ্যৎদ্বাণী করা হয়েছে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার স্থানীয় গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে দক্ষিণ উপকূলে ভারী বৃষ্টি শুরু হয়েছে। মূল ঝড় আঘাত হানবে মঙ্গলবার।

প্রধানত দক্ষিণ কোরিয়ায় টাইফুনকে চারভাগে বিভক্ত কর হয়। সেগুলো হলো- স্বাভাবিক (নরমাল), শক্তিশালী (স্ট্রং), খুবই শক্তিশালী (ভেরি স্ট্রং) এবং অত্যধিক শক্তিশালী (সুপার স্ট্রং)। আসন্ন টাইফুনকে ‘খুবই শক্তিশালী’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।