Home > খেলাধুলা > আমি জানি উত্থান-পতন থাকবেই: কোহলি

আমি জানি উত্থান-পতন থাকবেই: কোহলি

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি কতটা ভয়ংকর রানখরায় ভুগছেন তা বুঝতে এই তথ্যটাই যথেষ্ট, সব সংস্করণ মিলিয়ে কোহলির সবশেষ সেঞ্চুরির পর পেরিয়ে গেছে ১০০০ দিনের বেশি। এ সময়ে পৃথিবীর বুকে করোনা মহামারি এসেছে। কতকিছুই না বদলে গেছে, ৭০ সেঞ্চুরির মালিক ভুলে গেছেন রান করতেই। বিরাট কোহলির ব্যাটে রান নেই, এ নিয়ে আলোচনার শেষ নেই। তার রানখরা নিয়ে কথা বলাটা যেন পরিণত হয়েছে ট্রেন্ডে। কেউ পরামর্শ দিচ্ছে, তো কেউ বলছে তাকে এখানেই থামতে। কেউবা হিসাব কষে বের করছেন, কবে নাগাদ রানে ফিরবেন ৩৩ বছর বয়সী তারকা।

তবে এতদিন চুপচাপই ছিলেন কোহলি। ‘ছিলেন’ বলতে হচ্ছে কারণ পাল্টেছে পরিস্থিতি। সব আলোচনা পাশ কাটিয়ে চুপচাপ নিজেকে খুঁজে ফেরা কোহলি এবার মুখ খুলেছেন। জবাব দিয়েছেন তাকে নিয়ে সকল আলোচনা-সমালোচনার। আশা করা হচ্ছিল, হয়তো এশিয়া কাপেই স্বরূপে ফিরে ব্যাটেই জবাব দেবেন ভারতের এই সাবেক অধিনায়ক। তবে তত দিন অপেক্ষা করার ধৈর্যধারণ করতে পারলেন না তিনি।

এদিকে এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ ২৮ আগস্ট। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টিম ইন্ডিয়ার এশিয়া কাপ মিশন। তার আগে স্টার স্পোর্টসের অনুষ্ঠান ‘গেম প্ল্যান’ -এ খোলামেলা কথা বলেছেন কোহলি। সেখানেই নিজের রানখরা নিয়ে সমালোচকদের দুশ্চিন্তাকে একহাত নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। তিনি বলেন, ‘আমি জানি, আমার খেলা কোন অবস্থায় রয়েছে। পরিস্থিতি সামলানো এবং ভিন্ন ধরনের বোলিং আক্রমণ সামলানোর সামর্থ্য না থাকলে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার এত দূর আসত না।’

নিজের শক্তি-দুর্বলতা খুব ভালোভবেই জানা কোহলির। এর আগেও নিজের দুর্বলতা নিয়ে কাজ করে কাটিয়েছিলেন দুঃসময়। ২০১৪ সালে প্রথমবারের মতো ইংল্যান্ড সফরে গিয়ে বেশ নাস্তানাবুদ হয়েছিলেন তিনি। সেবার জেমস অ্যান্ডারসনের আউট সুইং ডেলিভারির কোনো দিশাই খুঁজে পাননি তিনি। পাঁচ ম্যাচ সিরিজের ১০ ইনিংসে ব্যাট করে মাত্র ১৩৪ রান করেছিলেন প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার। এর মধ্যে চারবার অ্যান্ডারসনের একই রকম বলে নিজের উইকেট বিসর্জন দিয়ে এসেছিলেন তিনি। তবে এই দুর্বলতাকেই নিজের শক্তিতে পরিণত করে সফল হয়েছিলেন তিনি।

সেবার ইংল্যান্ড সফর থেকে ফিরে শচীন টেন্ডুলকারের কাছে দীক্ষা নিয়েছিলেন আউট সুইং খেলার। যার ফল পান কয়েক মাস পরের অস্ট্রেলিয়া সফরে। ইংল্যান্ডে পরবর্তী সফরেও দুর্দান্ত খেলেছিলেন তিনি। ২০১৮ সালের সে সফরে ব্যাট হাতে ৫৯৩ রান করেছিলেন কোহলি।
তবে এবারের সমস্যা নির্দিষ্ট কোনো বলের বিপক্ষে নয়। ভালো খেলতে খেলতেই হুট করে আউট হয়ে যাচ্ছেন তিনি। তাই টেকনিক নিয়ে কাজ করাটা এবার কঠিন হয়ে যাচ্ছে তার জন্য। কোহলি বলেন, ‘ইংল্যান্ডে অনেকটা একইভাবে আউট হয়েছিলাম, যা নিয়ে পরে আমি কাজ করতে পেরেছি। কিন্তু বর্তমানে আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না যে সমস্যা কোথায়।’

এদিকে একজন খেলোয়াড় হিসেবে জীবনের এই উত্থান-পতনকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন ভারতের এই সাবেক অধিনায়ক। সেই সঙ্গে আরও দৃঢ়তার সঙ্গে ফিরে আসার অঙ্গীকারের কথাও জানিয়েছেন ৭১তম সেঞ্চুরির সন্ধানে থাকা ব্যাটার, ‘আমি জানি উত্থান-পতন থাকবেই। তবে যখন এই খারাপ সময় আমি পার করে ফেলব, আমি জানি কতটা ধারাবাহিকভাবে খেলতে পারব।’