Home > খেলাধুলা > ইনজুরিতে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন সাকিব

ইনজুরিতে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন সাকিব

পিঠের চোটে পড়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ। সোমবার (১৬ মে) এক বিবৃতিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, এই গ্রীষ্মে আর মাঠে নামা হবে না এই পেসারের।

 

 

 

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময় লোয়ার ব্যাক পেইনের সমস্যায় ভুগছিলেন। এরজন্য শেষ ম্যাচের পর ছিটকে যান। পরে স্ক্যানে দেখা যায়, ২৫ বছর বয়সী এই পেসারের ‘স্ট্রেস ফ্র্যাকচার’ দেখা দিয়েছে। কবে আবার মাঠে ফিরতে পারবেন সাকিব, সে বিষয়ে কিছু জানাতে পারেনি ইসিবি।

 

 

 

সাকিবের ছিটকে যাওয়ায় নিউজিল্যান্ড সিরিজের আগে সমস্যায় পড়লো ইংলিশরা। এমনিতে দলের বাইরে আছেন ক্রিস ওকস ও মার্ক উড। এদিকে ফিটনেস সমস্যায় ভুগছেন ওলে রবিনসন। এবার ছিটকে গেলেন সাকিবও। যদিও ইংল্যান্ডের জন্য আশার খবর দলে ফিরছেন দুই অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

 

 

 

চলতি বছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল ডানহাতি এই পেসারের। সেই সিরিজে ২ টেস্টেই সুযোগ পেয়েছিলেন তিনি। যেখানে ৬ উইকেট শিকার করেছিলেন এই পেসার।