Home > আন্তর্জাতিক > ১৯০ বছর কারাদণ্ড হতে পারে সুচির!

১৯০ বছর কারাদণ্ড হতে পারে সুচির!

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থান, ক্ষমতাচ্যুত হন পাঁচ বছর মিয়ানমারের নেতৃত্ব দেওয়া নেত্রী অং সান সুচি। তাঁর বিরুদ্ধে এ সময়ে মোট ১৮টি অভিযোগ আনা হয়েছে। ১১টি মামলার একটিতে এরমধ্যে আজ বুধবার সুচিকে দোষী করে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের সামরিক আদালত।

বাকিগুলোতে দোষী সাব্যস্ত হলে সুচির সর্বোচ্চ ১৯০ বছর সাজা হতে পারে বলেও জানিয়েছে রয়টার্স।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার রাজধানী নেইপিদোর একটি আদালতের বিচারক সুচিকে পাঁচ বছরের শাস্তি দিলেও তার কোনও বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। রুদ্ধদ্বার আদালতের এই রায়ের কথা রয়টার্সকে জানানো সূত্র তার নাম প্রকাশে রাজি হয়নি। জানা যায়, ৬ লাখ ডলার ও ১১ দশমিক ৪ কেজি সোনা ঘুষ নেওয়ার অপরাধে তাঁকে এ সাজা দেওয়া হয়।
সব শুনানিতে উপস্থিত ছিলে সুচি। তিনি এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। জানা গেছে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।