Home > খেলাধুলা > চোট পেয়ে থেমেছে মুশফিকের ব্যাটিং অনুশীলন

চোট পেয়ে থেমেছে মুশফিকের ব্যাটিং অনুশীলন

চোট পেয়ে ব্যাটিং অনুশীলন শুরুতেই থেমে গেলো মুশফিকুর রহিমের। যদিও এখনো তার চোটের তীব্রতা সম্পর্কে জানা যায়নি। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে আজ (২ মার্চ) মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামীকাল (৩ মার্চ)।

ওয়ানডে সিরিজে শেষে গতকাল চট্টগ্রাম থেকে ফেরা দুই দল আজই অনুশীলনের সুযোগ পেয়েছে। বেলা সাড়ে ১১ টায় শুরু হয় বাংলাদেশের অনুশীলন। দুপুর পৌনে একটায় ইনডোরে ব্যাটিং অনুশীলন করতে আসেন মুশফিক। পশ্চিম পাশের প্রথম নেটে শরিফুল ইসলামের করা শুরুর দিকের বলেই হাতে চোট পান মুশফিক।

এরপর প্রাথমিক সেবা হিসেবে বরফ দেওয়া হয় মুশফিকের হাতে। তবে ব্যাটিং করার মতো অবস্থায় ফিরতে পারেননি। বরং ইনডোর থেকে ফিরে যান মূল মাঠ হয়ে ড্রেসিং রুমে।

উল্লেখ্য, টি-টোয়েন্টিতে বাজে ফর্মে থাকা মুশফিককে পাকিস্তানের বিপক্ষে বিশ্রাম দিয়েছিল নির্বাচকরা। মাঝে বিপিএল কাটিয়ে খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। জায়গা পান আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও।