Home > জাতীয় > সারাদেশ > ম্যাচের কাঠি দিয়ে খেলতে গিয়ে পুড়ল বসতবাড়ি

ম্যাচের কাঠি দিয়ে খেলতে গিয়ে পুড়ল বসতবাড়ি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর এলাকায় ম্যাচের কাঠি দিয়ে খেলতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই পরিবারের তিনটি ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে দেবিনগরের হড়মা এলাকার মৃত বদর উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই জিয়াউর রহমান বলেন, যে বাড়িতে আগুন লেগেছে, ওই বাড়ির ছোট বাচ্চারা ম্যাচের কাঠি নিয়ে খেলা করছিল। সেখান থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৩টি ঘর ও আসবাবপত্র পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

হড়মা এলাকার গ্রাম পুলিশ শ্রী ইন্দ্রজিত দাশ রাইজিংবিডিকে জানান, ওই বাড়ির ছোট বাচ্চারা ম্যাচ (দিয়াশিলাই) নিয়ে খেলা করছিল। এ সময় লাকড়িতে আগুন লাগলে রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। ফলে গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এবং বাড়ির সব আসবাবপত্রসহ নগদ টাকা পুড়ে যায়।

হড়মা এলাকার সাবেক মেম্বার আবুল কালাম আজাদ রাইজিংবিডিকে বলেন, বদর উদ্দিনের বাড়িতে আগুন লেগেছে। তারা খুবই গরিব লোক। ঘরে আসবাবপত্র তেমন ছিল না। ঘরের মধ্যে যে আসবাবপত্র ছিলো, সবগুলো পুড়ে গেছে।