Home > খেলাধুলা > বিশ্বের প্রথম দল হিসেবে অন্যরকম সেঞ্চুরির সামনে বাংলাদেশ

বিশ্বের প্রথম দল হিসেবে অন্যরকম সেঞ্চুরির সামনে বাংলাদেশ

এবার বিশ্বের প্রথম দল হিসেবে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে ১০০ পয়েন্টের পথে রয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শুক্রবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আর এই ম্যাচে জয়লাভ করতে পারলে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে টাইগাররা।

এদিকে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৪ উইকেটে জয় লাভ করেছে বাংলাদেশ। ইতিমধ্যে আইসিসি সুপার লিগে ১৩ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয়লাভ করে ৯০ নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

আর বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে পয়েন্ট টেবিলে আবারও শীর্ষে ওঠার। আজ শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়লাভ করতে পারলেই ইংল্যান্ডকে সরিয়ে ১০০ পয়েন্ট নিয়ে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ।

এদিকে ১৫ ম্যাচে ৯৫ নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বর্তমানে রয়েছে ইংল্যান্ড। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ৭৯। এছাড়াও সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে আফগানিস্থান।