Home > আন্তর্জাতিক > রাশিয়ার ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

রাশিয়ার ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পর ইউক্রেনের বেশ কিছু জায়গায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় এখন পর্যন্ত নিহত বা ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি।

 

 

 

তবে এরইমধ্যে রাশিয়ার ৫টি যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি ইউক্রেনের সামরিক বাহিনীর। একইসঙ্গে ইউক্রেন নাগরিকদের শান্ত থাকতে ও ইউক্রেনের রক্ষকদের ওপর বিশ্বাস রাখতে বলা হয়েছে।

 

 

 

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করেছে।

 

 

 

এর আগে বৃহস্পতিবার এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন। এরপরেই রাজধানী কিয়েভ ছাড়তে শুরু করেন ইউক্রেনের বাসিন্দারা।

 

 

 

জানা গেছে, কিয়েভের আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলোতে শহরের মানুষ আশ্রয় নিতে জড়ো হয়। অনেকে বাসে করে শহর ছেড়ে যেতে উদ্যত হন। এছাড়া মহাসড়কে শহর ছাড়তে চাওয়া গাড়ির লম্বা লাইনও দেখা গেছে। সূত্র : বিবিসি, রয়টার্স