Home > খেলাধুলা > ‘এক বনে দুই বাঘ’-এ সমস্যা দেখছেন না সুজন
?????????????????????????????????????????????????????????

‘এক বনে দুই বাঘ’-এ সমস্যা দেখছেন না সুজন

বাংলাদেশ দলের বর্তমান প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। আবার ব্যাটিং কোচ হিসেবে কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন জেমি সিডন্স, যিনি বছর দশেক আগে ছিলেন দলের ‘বিখ্যাত’ প্রধান কোচ। প্রোফাইল বিবেচনা করলে ডমিঙ্গোর চেয়েও হয়ত এগিয়ে রাখতে হবে সিডন্সকে। তাই এ যেন রীতিমত ‘এক বনে দুই বাঘ’ প্রবাদের মত পরিস্থিতি।

ডমিঙ্গোকে প্রধান কোচের আসনে রাখা নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকলেও আফগানিস্তান সিরিজেও তিনিই থাকছেন টাইগারদের দায়িত্বে। এই সিরিজ দিয়ে ব্যাটিং কোচ হিসেবে আবারও বাংলাদেশ অধ্যায় শুরু করবেন সিডন্স। তবে দুজনের কাজের সমন্বয়ে কোনো সমস্যা হবে না, বিশ্বাস খালেদ মাহমুদ সুজনের।

জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে সুজনই এখন দলের অভিভাবক। তার বিশ্বাস, ডমিঙ্গো ও সিডন্স নিজ নিজ দায়িত্ব ও কাজের ক্ষেত্র অনুযায়ী ঠিকঠাক দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, ‘সিডন্স ব্যাটিং পরামর্শক হিসেবেই কাজ করবে। ওরা সবাই প্রফেশনাল। যার যার ব্যক্তিগত কাজ করা উচিৎ। এখানে সমন্বয় নিয়ে কোনো সমস্যা নেই। ডমিঙ্গো হেড কোচ, এটা মেনেই তো সিডন্স কাজ করছে। ও ব্যাটিং পরামর্শক, ব্যাটিং কোচ, ব্যাটিং নিয়ে কাজ করাই ওর মুখ্য ভূমিকা।’

‘আমার মনে হয় না সমন্বয়ের কোনো সমস্যা হবে। প্রত্যেকে যার যার জায়গা থেকে নিজের কাজ করলেই আমি খুশি।’

এদিকে করোনা পজিটিভ হওয়ায় এখনও দলের সাথে যোগ দিতে পারেননি সিডন্স। তবে সিরিজ শুরুর আগেই দলের সাথে যোগ দিয়ে দেবেন তিনি। সুজন জানান, ‘ও তো কোভিড পজিটিভ ছিল। আমার মনে হয় কালকেই চট্টগ্রাম চলে আসবে। সকালের ফ্লাইট ধরতে পারলে হয়ত অনুশীলনে থাকবে।’