অবৈধ কার্যকলাপের কেন্দ্র গড়ে তোলার অপরাধে সাতক্ষীরা পৌর যুবলীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি তুহিনুর রহমান তুহিনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১টায় শহরের বাইপাস সড়ক থেকে তাকে আটক করা হয়। সাতক্ষীরা ডিবির ওসি মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মহিদুল ইসলাম বলেন, শহরের সংগ্রাম টাওয়ারে জেন্টস পার্লারের নামে অবৈধ কার্যকলাপের কেন্দ্র গড়ে তুলেছিলেন তুহিন। তার বিরুদ্ধে মানবপাচার আইনেও মামলা রয়েছে।
এর আগে গত ৭ অক্টোবর শহরের সংগ্রাম টাওয়ারে অবস্থিত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী সহ ৮ জনকে আটক করে পুলিশ। জানা যায়, হোটেলটি পরিচালনা করেন তুহিন।
সেদিন রাতেই তাকে যুবলীগ থেকে অব্যাহতি দেয়া হয় বলে জানায় আওয়ামী লীগ।