Home > খেলাধুলা > ইতিহাস গড়ে শিরোপা জিতল সাদিও মানের সেনেগাল

ইতিহাস গড়ে শিরোপা জিতল সাদিও মানের সেনেগাল

এবার নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো আফ্রিকান কাপ অব নেশন্স এর শিরোপার স্বাদ পেলো সেনেগাল। ফাইনালে মিশরকে পরাজিত করে অনির্বচনীয় স্বাদের দেখা পেলো সাদিও মানের দল। ক্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে একটি অপেক্ষার অবসান ঘটতোই। যে অপেক্ষা কিনা মিশরের এক যুগের, অপরদিকে সেনেগালের জন্য সেটা আরও দীর্ঘ, এক জীবনের।

এদিন এমন স্নায়ুক্ষয়ি ম্যাচের ভাগ্য নির্ধারণ হলো শেষ পর্যন্ত টাইব্রেকারে। সেখানে হয়তো এক রকম পাপমোচনই করলেন সাদিও মানে। ম‍্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করতে ব‍্যর্থ হওয়া তারকা ফরোয়ার্ড টাইব্রেকারে শেষ শটে দলকে তুললেন নতুন উচ্চতায়।

গতকাল রবিবার রাতে ওলেম্বে স্টেডিয়ামে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটও খেলা গোলশূন‍্য থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ গোলে জিতে প্রথম শিরোপার উচ্ছ্বাসে ভাসে সেনেগাল।

এদিকে দলীয় পুরস্কার জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কার জয়েও এগিয়ে সেনেগাল। এবারের আসরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সাদিও মানে। সেরা গোলরক্ষকের পুরস্কারটিও জিতেছেন একই দলের এডুয়ার্ড মেন্ডি। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন আবু বকর।