Home > খেলাধুলা > রমিজ রাজা ক্রিকেটই বোঝেন না: হাফিজ

রমিজ রাজা ক্রিকেটই বোঝেন না: হাফিজ

আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানে অলরাউন্ডার হাফিজ। ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারের অবসান হয়েছে। এত লম্বা সময় ধরে পাকিস্তান ক্রিকেটে খেলা প্লেয়ারদের মধ্যে তিনি অন্যতম।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে দেশটির সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের সম্পর্কটা বহুদিন ধরেই আদায়-কাঁচকলায়। সেটা রমিজ পিসিবি প্রধান হওয়ার আগে থেকেই। মাঝেমধ্যেই একে অন্যকে আক্রমণ করে থাকেন তাঁরা। এবার হাফিজ নতুন করে রমিজকে নিয়ে বিতর্ক উসকে দিলেন।

নাম উল্লেখ না করেই তিনি বলেছেন, রমিজ রাজা নাকি ক্রিকেটই বোঝেন না!

ক্রিকেট ছাড়ার পর হাফিজের এখন আর কোনো বাধ্যবাধকতা নেই। তাই তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি মনে করি, পিসিবির চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াটাই বাজে। এমন একটা পদে একজনকে নিয়োগ দেওয়া হচ্ছে রাজনৈতিক বিবেচনায়। পিসিবি চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদ অবশ্যই নির্বাচনের মাধ্যমে হওয়া উচিত। নির্বাচনের মাধ্যমেই কেবল সবার জন্য গ্রহণযোগ্য কাউকে বেছে নেওয়া সম্ভব। এই পদে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা আদতে ক্রিকেটই বোঝেন না। ‘

পিসিবি প্রধান হিসেবে রমিজ রাজার শুরুটা ছিল তিক্ত। নিউজিল্যান্ড পাকিস্তানে গিয়েও সিরিজ বাতিল করেছিল। ইংল্যান্ডও সেই পথে হাঁটে। এরপর বেশ কিছু সাফল্য ধরা দেয় পাকিস্তান ক্রিকেটে। বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারানো, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলা, বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি আর টেস্ট সিরিজে শতভাগ জয় পেয়ে রমিজ বেশ খুশি।