Home > খেলাধুলা > ভাগ্যক্রমে এক ম্যাচ জিতেছে ঢাকা: তামিম

ভাগ্যক্রমে এক ম্যাচ জিতেছে ঢাকা: তামিম

ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের থাকা তামিম ইকবাল বিপিএল দিয়ে ফিরেই ফিফটির দেখা পেয়েছেন। তবে জয়ের দেখা পেতে কষ্ট হচ্ছে তার দলের।এবারের মৌসুমে সবচেয়ে তারকাসমৃদ্ধ দল মিনিস্টার ঢাকা। জাতীয় দলের অভিজ্ঞ তিন ক্রিকেটার; মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদ এ দলের হয়ে খেলছেন। সঙ্গে আন্দ্রে রাসেল, মোহাম্মদ শেহজাদের মতো তারকারা আছেন ঢাকা শিবিরে।

তবুও মাঠের ক্রিকেটে সাফল্য আসছে না। নিজেদের খেলা প্রথম ৪ ম্যাচের তিনটি হার। একমাত্র জয়টি এসেছে ফরচুন বরিশালের বিপক্ষে।

আজ (মঙ্গলবার) সিলেট সানরাইজার্সের বিপক্ষে হারের পর দল নিয়ে রীতিমত ক্ষোভ উগড়ে দিলেন তামিম। এক ভিডিও বার্তায় তামিম জানান, ঢাকা ভালো ক্রিকেট খেলছে না। ভাগ্যক্রমে এক ম্যাচ জিতেছেন তারা।

তামিম বলছিলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি না। তিনটা-চারটা ম্যাচেই, যেটা জিতেছি, ভাগ্যক্রমে জিতেছি। এমন না যে আমরা ভালো খেলেছি, বোলিংটা ভালো ছিল, কিন্তু ব্যাটিং তেমন একটা ভালো ছিল না। এটাই কারণ। এখানে উইকেট বা অন্য কোনো কিছুকে দোষ দিয়ে লাভ নেই। অন্য দিনে সকালের উইকেটের তুলনায় আজকেরটা ভালো ছিল। আমরা ভালো ব্যাটিং করিনি।’

সঙ্গে যোগ করেন তামিম, ‘সত্যি বলতে আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। ৪ ম্যাচে ১ জয়। বাকি ৬ ম্যাচে ম্যাক্সিমামই জিততে হবে, হয়তো ৪টি আরও কোয়ালিফাই করতে। বিগ টাস্ক নট ইমপসিবল। টিম হিসেবে আমরা কোয়ালিটি ভালো টিম, কোয়ালিটি ক্রিকেটার আছে। দল হিসেবে পারফর্ম করতে পারছি না।’