চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম ম্যাচে আজ মাঠে নামে ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ ঢাকা। এই ম্যাচে বরিশালকে ৪ উইকেটে হারিয়ে বিপিএলে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ঢাকা।
দল হারলেও এদিন দারুণ এক রেকর্ড গড়েছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে সাঝঘরে পাঠিয়ে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
বিশ্বের পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট শিকার করেছেন সাকিব। এছাড়াও দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫ হাজারের বেশি রান ও ৪০০ উইকেট শিকার মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন ডোয়াইন ব্রাভো।
সাকিবের আগে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট শিকার করেছেন চারজন। তারা হলেন- রশিদ খান, সুনিল নারিন, ইমরান তাহির ও ডোয়াইন ব্রাভো। ৫৫৫টি উইকেট নিয়ে তালিকায় শীর্ষে আছেন ব্রাভো। দুইয়ে থাকা ইমরান তাহিরের উইকেট সংখ্যা ৪৩৫টি।
৪২৫টি উইকেট নিয়ে এ তালিকায় তিনে আছেন সুনিল নারিন। সাকিবের চেয়ে ২০টি উইকেট বেশি শিকার করেছেন রশিদ খান। তিনি ৪২০টি উইকেট নিয়ে তালিকায় চারে আছেন। এবার এ তালিকায় নাম লেখিয়েছেন সাকিব।