Home > খেলাধুলা > একই দলে খেললেন বাবা-ছেলে, জাতীয় দলেও খেলতে চান

একই দলে খেললেন বাবা-ছেলে, জাতীয় দলেও খেলতে চান

নিজের ছেলেকে নিয়ে আফগানিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ নবী ছেলে হাসান খানের সঙ্গে ঘরোয়া লিগে খেলা শুরু করেছেন। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে চলমান সিবিএফএস টি-টোয়েন্টি টুর্নামেন্টে বুখাতির হয়ে খেলছেন এই বাবা-ছেলে জুটি। মোহাম্মদ নবীর স্বপ্ন আফগানিস্তানের জার্সিতেও একসঙ্গে খেলা। ৩৮ বছর বয়সী মোহাম্মদ নবী এখনো নিয়মিত খেলে যাচ্ছেন। আফগানিস্তান জাতীয় দলের পাশাপাশি বিশ্বের প্রায় সব ফ্রাঞ্জাইজি লিগে নিয়মিত দাপিয়ে বেড়ান। এখনই অবসর নিয়ে ভাবছেন না। খেলতে চান আরও কয়েকবছর। অন্যদিকে, হাসান খানের বয়স মাত্র ১৬। তাই তো ছেলেকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন বাবা।

মোহাম্মদ নবী বলেন, ‘হাসান আরও উন্নতি করবে। আশা করি আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলে খেলবে সে। আশা করি জাতীয় দলেও খেলবে। কোনো প্রতিষ্ঠিত টুর্নামেন্টে এই প্রথম আমরা একসঙ্গে খেললাম, ভালো লাগছে। ও চাপে পড়েছে। তবে ওর প্রতিভা আছে।’