Home > খেলাধুলা > ও বিপিএলে দারুণ খেলছে, তবে ইনিংস বড় করা উচিত: পাপন

ও বিপিএলে দারুণ খেলছে, তবে ইনিংস বড় করা উচিত: পাপন

দীর্ঘ ইনজুরি কাটিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাট দিয়ে মাঠে ফিরেছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। কিন্তু বিসিএলে নিজেকে মেলে ধরতে পারেননি তামিম। তবে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে দারুণ ছন্দে আছেন তামিম।

মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে প্রথম দুই ম্যাচেই হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৪১ বলে ৫০ রান ও গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪৫ বলে ৫২ রানের ইনিংস খেলেন তামিম। তামিম দুর্দান্ত পারফর্ম করলেও তার দল ঢাকা দুই ম্যাচেই হেরেছে।

এদিকে বিপিএলে তামিমকে রানে ফিরতে দেখে খুশি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তামিমকে ইনিংস আরও বড় করার পরামর্শ দিয়েছেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তামিম ভালো খেলছে। ও তো সব সময়ই ভালো খেলে। ইনিংস আরো বড় করা উচিত। ফিফটি হয়ে গেলেই মারমুখী হতে যাচ্ছে, আউটও হয়ে যাচ্ছে। ইনিংস আরো বড় করা উচিত, কারণ ও সত্যিই অনেক ভালো খেলছে।