ছোট পর্দার দর্শক নন্দিত অভিনেত্রী সাবিলা নূর। বেশ কয়েকবার তার বিয়ের গুঞ্জন উঠেছিলো। তবে সব কিছুকে পিছনে ফেলে চলতি মাসের শেষদিকে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন সাবিলা। জানা গেছে, পাত্র বেসরকারি টেলিভিশনে কর্মরত।
নতুন খবর হলো বিয়ের আগেই হানিমুনের প্রস্তুতি নিচ্ছেন সাবিলা। আর এই খবর তিনি নিজেই জানিয়েছেন। সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন স্বামীকে নিয়ে মরিশাসে হানিমুনে যাওয়ার কথা।
এর আগে, নেহাল সুনন্দের সঙ্গে পরিচয় প্রসঙ্গে সাবিলা জানিয়েছেন, বন্ধু তৌসিফের মাধ্যমে হবু বরের সঙ্গে সাবিলার পরিচয়, সেখান থেকেই প্রেম। এরপর গত এক বছর প্রেমের পর সম্প্রতি বিয়ের সিদ্ধান্ত নেন দুই পরিবার।
বিয়ে প্রসঙ্গে সাবিলার মা বলেন, চলতি মাসের ২৫ তারিখ আমার মেয়ের বিয়ের তারিখ চূড়ান্ত হয়েছে। গায়ে হলুদ অনুষ্ঠিত হবে ২৪ তারিখ। আর নেহালের পারিবারিক আয়োজনে বৌভাত অনুষ্ঠিত হবে ২৭ তারিখ।