Home > খেলাধুলা > কোপার শিরোপায় আর্জেন্টিনার ধারে কাছেও নেই ব্রাজিল

কোপার শিরোপায় আর্জেন্টিনার ধারে কাছেও নেই ব্রাজিল

দীর্ঘ ১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী রবিবার ভোর ৬টায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ফুটবলের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

সর্বশেষ ২০০৭ সালে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেবার ৩-০ গোলের জয় পায় ব্রাজিল। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালেও আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল ব্রাজিল।

২টি বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবং ৫টি বিশ্বকাপজয়ী ব্রাজিলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা সেটায় কোপা আমেরিকায় এগিয়ে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১৪ বার দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শিরোপা জিতেছে আর্জেন্টিনা, ৯ বার জিতেছে ব্রাজিল।

প্রসঙ্গত, কোপার চলতি আসরে পেরুকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। অন্যদিকে কলম্বিয়াকে ট্রাইব্রেকারে হারিয়ে চিরপ্রতিদ্বন্দীদের সঙ্গি হয় মেসিরা। নতুন ইতিহাস তৈরী হবে এবারের কোপার ফাইনালে।