টেস্টের পর সবশেষ ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তী ক্রিকেটার লাসিথ মালিঙ্গা। ২০২০ সালে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বিদায় নিবেন আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকেও। তবে মালিঙ্গা বিদায় নিলেও নতুন মালিঙ্গাকে হয়ত ইতিমধ্যেই পেয়ে গেছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার স্কুল ক্রিকেটে ১৭ বছর বয়সী ডান হাতি এক পেসার আলোচনায় এসেছেন মালিঙ্কার উত্তরসরী হিসেবে।মালিঙ্গার মতোই স্লিঙ্গিং অ্যাকশনে বোলিং করা এই ক্রিকেটারের নাম মাতিশা পাথিরানাকে।
গত সোমবার (২৩ সেপ্টেম্বর) স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ট্রিনিটি কলেজের হয়ে মাতিশা মাত্র ৭ রানের বিনিময়ে প্রতিপক্ষের ৬ টি উইকেট তুলে মেম মাতিশা। সারভাটিয়াস কলেজ তার বোলিং তোপে প্রথম ইনিংসে ১২১ রানে অলআউট হয় সারভাটিয়াস। এর আগে মাতিশার দল ট্রিনিটি কলেজের করা ২৫১ রানে অলআউট হয়।
দুইদিনের ম্যাচে প্রথম ইনিংসে ১৩০ রানে পিছিয়ে থাকায় ফলোঅনে পড়ে সারভাটিয়াস। পরে দ্বিতীয় ইনিংসে তারা অলআউট হয় ১৬২ রানে। এবার কোনো উইকেট নিতে পারেননি মাতিশা। ট্রিনিটির সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩ রানের, তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।