Home > খেলাধুলা > টি-২০ বিশ্বকাপ স্থগিত ঘোষণা

টি-২০ বিশ্বকাপ স্থগিত ঘোষণা

মহামারি করোনা ভাইরাসের কারণে এ বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বরে অস্ট্রেলিয়ায় পূর্ব নির্ধারিত টি-২০ বিশ্বকাপ স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার আইসিসির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পুরোনো সূচিতে ২০২১ সালে হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসর, এখন সেটি পিছিয়ে নেওয়া হয়েছে ২০২২ সালে। পিছিয়ে গেছে ২০২৩ বিশ্বকাপ সূচিও। এফটিপিতে ফেব্রুয়ারি-মার্চে ভারতে এ টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও এখন তা হবে সে বছরের অক্টোবর-নভেম্বরে।

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করলেও পরের বছরের ফেব্রুয়ারি-মার্চে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে এখনও আশাবাদি আইসিসি। নিউজিল্যান্ডে হতে যাওয়া এ টুর্নামেন্ট নির্ধারিত সময়েই আয়োজনের জন্য কাজ করা হবে বলে জানিয়েছে তারা। যদিও এ বছর হওয়ার কথা সেই টুর্নামেন্টের বাছাইপর্ব স্থগিত হয়ে গেছে এরই মাঝে, তার নতুন সূচিও জানায়নি আইসিসি।

নতুন সূচি অনুযায়ী এই সাইকেলে আইসিসির টুর্নামেন্ট হবে নিচের সময়ে–

আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১– অক্টোবর-নভেম্বর (ফাইনাল ১৪ নভেম্বর)
আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২– অক্টোবর-নভেম্বর (ফাইনাল ১৩ নভেম্বর)
আইসিসি মেনস বিশ্বকাপ ২০২৩– অক্টোবর-নভেম্বর (ফাইনাল ২৬ নভেম্বর)